প্রকাশিত: Wed, Dec 27, 2023 10:43 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:53 AM

[১]গাজায় ২৪ ঘণ্টায় নিহত আরও ২৪১ [২]পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকা

সাজ্জাদুল ইসলাম: [২] গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪১ ফিলিস্তিনি নিহত ও  ৪০০ আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।  

[৩] ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন। সূত্র: বিবিসি

[৪] ইসরায়েলের ্প্রতিরক্ষা বাহিনী প্রধান হারজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে সংঘর্ষ ‘আরও অনেক মাস’ চলবে। 

[৫] ইসরায়েল বলেছে, তাদের সেনাবাহিনী মঙ্গলবার ১০০ টিরও বেশি স্থাপনায় হামলা করেছে। বুধবার ভোররাতেও গাজা উপত্যকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

[৬] গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ে কমপক্ষে ২০ হাজার ৯১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

[৭] প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ‘বিপর্যয়ের চেয়েও বেশি’ এবং ‘বিধ্বংসী যুদ্ধের চেয়েও’ বেশি কিছু বলে বর্ণনা করেছেন।

[৮] যুদ্ধ শুরুর পর রামাল্লায় একটি মিসরীয় টিভি চ্যানেলকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অধিকৃত পশ্চিম তীর যেকোনও সময় ভ্রাপক আন্দোলন শুরু হতে পারে।

[৯] ফিলিস্তিনি এই নেতা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের খসড়া প্রস্তাবে ভেটো দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্তও করেছেন।

[১০] মঙ্গলবার নেসেটে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, ইসরায়েল সাতটি ফ্রন্ট থেকে হামলার শিকার হচ্ছে। এসব ফ্রন্ট হলো গাজা, লেবানন, সিরিয়া, জুডিয়া ও সামারিয়া (পশ্চিম তীরের ইসরায়েলি নাম), ইরাক, ইয়েমেন এবং ইরান। আমরা ইতিমধ্যে ছয়টি ফ্রন্টে পাল্টা হামলা চালিয়েছি ও ব্যবস্থা নিয়েছি। সূত্র: দ্য গার্ডিয়ান

[১১] গাজার যুদ্ধ ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চলের বাইরে ছড়িয়ে পড়ার নতুন ইঙ্গিত পাওয়া গেছে গ্যালান্তের মঙ্গলবারের মন্তব্যে। 

[১২] সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ এক জেনারেল নিহত হওয়ার একদিন পর মিসরের দাহাবে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরায়েলকে এই অপরাধের মাশুল গুণতে হবে।

[১৩] ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

[১৪] লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় প্রত্যেক দিনই ইসরায়েলের সীমান্তের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ও গোলাবর্ষণ করছে। জবাবে লেবাননের সীমান্ত এলাকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সম্পাদনা: ইকবাল খান